শূন্য, যা গণনাঅক্ষম
কিছু শব্দ যা চাবিকাঠির ম’ত কাজ করে: চাবিশব্দ: দেশ(বাংলা), space(ইংরেজি), espace(ফরাসি), স্থান(বাংলা), place (ইংরেজি), endroit(ফরাসি), τόπος(গ্ৰিক) দেশকাল(বাংলা), xронотоп(রুশ), chronotope(ইংরেজি); যেগুলো আপাত-প্রতিশব্দরূপে ব্যবহৃত হলেও গূঢ় তফাত রয়েছে। শূন্য, যা গণনাঅক্ষম আমরা কি সংখ্যাকে গুনতে পারি? যখন কোন সংখ্যা বিভিন্ন অনুক্রমের সমসত্ত্ব সারিবাঁধা ক্ষেত্রগুলি গুনতে ব্যবহৃত হয়, যখন কোন অনুক্রম প্রতিমুহূর্তে অন্যান্য অনুক্রমের ক্ষেত্রগুলির ছাপধারিকা হয়„ তখন আমরা পিণ্ডস্বরূপ-কোনওকিছুর ম’ত ভাবের সাংখ্যীয় উপস্থাপনা ব্যবহার করি — আমরা একসেট্ সংখ্যাকে ‘স্বাভাবিক সংখ্যা’ বলেছি, যথাক্রমিক ফলগুলির দ্বারা ‘নিজে অন্য-কিছুর দ্বারা গণনাক্ষম’— এমন ক্রীড়াসমূহ বলবৎ রেখেছি: (সীমানা অস্তিত্বশীল) ←সর্বসম→ (কোনও একের নিজস্বতা) ←সর্বসম→ (একই সঙ্গে অন্তর্জগৎ ও বহির্জগতের অস্তিমানতা)। দুটো ক্ষেত্র রয়েছে যা-তে অন্তর্জগৎ ও বহির্জগৎ ঘেরিত বা আত্মকৃত ও নির্বাসিত হতে পারে না: হয় সীমানাকে এমন একটা অপেক্ষক হতে হবে যা সন্ততভাবে অন্তর্জগৎ ও বহির্জগতের উভয়ের দ্বারা নস...